ওয়েব ডেস্ক: ভারতীয় বাজারে সোনা (Gold Price) শুধুমাত্র গয়নার জন্য নয়, সেভিংস ও বিনিয়োগের (Investment In Gold) জন্যও ব্যাপকভাবে কেনাবেচা হয়। তাই এই হলুদ ধাতুর দামের ওঠানামা সাধারণ মানুষের অর্থনৈতিক পরিকল্পনাক প্রভাবিত করে। সাম্প্রতিক সময়ে টানা পড়ছে শেয়ার বাজার। এর ফলে সোনা ও রুপোর বাজারেও ঘটছে পরিবর্তন। বৃহস্পতিবারেও উর্ধ্বমুখী সোনার দাম। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীদের মুখের হাসি কিছুটা হলেও ম্লান।
৪ ডিসেম্বর সোনা ও রুপোর বাজারদর
- ২২ ক্যারেট সোনা: ১২,১৬৫ টাকা প্রতি গ্রাম
- ১৮ ক্যারেট সোনা: ৯,৯৯০ টাকা প্রতি গ্রাম
- রুপো: ১,৭৯,৮৩০ টাকা প্রতি কেজি
আরও পড়ুন: কল্যাণী রুটে নতুন এসি লোকাল! ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি
কেন বাড়ছে সোনার দাম?
- ভারতের শেয়ার বাজারে পতন অব্যহত, যার ফলে বাড়ছে সোনার দাম।
- দেশের মুদ্রা ডলারের তুলনায় আরও সস্তা হয়েছে, ফলে সোনার আমদানি খরচ বাড়ছে।
এই সময় সোনা কেনা কি লাভজনক হবে?
যখন সোনার দাম কম থাকে, সেই সময় সোনায় বিনিয়োগ লাভজনক হতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই সময় সোনা কিনে রাখা সঞ্চয় ও বিনিয়োগের ভালো বিকল্প হতে পারে। তবে বাজার সবসময় পরিবর্তনশীল, তাই সোনা কেনার আগে দাম পর্যবেক্ষণ করা বা প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
দেখুন আরও খবর:







